Tuesday 2 June 2015

বডার পোলের দুষ্ট ছেলে

পড়বেন। , না পরলে মিচ করবেন
''তোমাকে ভালোবাসি'' বলতে পারলেই প্রেমের সম্পর্ক প্রায় নিশ্চিত..
'
শুরুতেই ঘুরা, খাওয়া, ঘন্টাজুড়ে ফোনে কথা বলা, চ্যাটিং, হাত ধরে হাটা এবং কত কি..
'
''আর আমরা সম্পর্কটা ধরে রাখা ঠিক হবেনা'' এমন বলে দিতে পারলেই সম্পর্টা ভেঙ্গে দেয়া সহজেই সম্ভব হচ্ছে ।
দু-জন দু-দিকে !
পুনঃসম্পর্ক স্থাপন সহজেই করে ফেলা যাচ্ছে । চলার পথে দেখা হলে পরস্পর'কে অবলীলায় নতুন প্রনয়ের কথা হাঁসি মুখে বলাও যাচ্ছে..!
'
প্রেমটা কি এমন সহজ কিছু ছিলো? বেশীদুর না মোবাইল আসার আগের যুগটাই ভাবুন ! চিঠির যুগের শেষের দিকের কথাই বলছি ! আতঙ্কিত হয়ে একটা ছেলে চিঠি লিখতো । মেয়েটা বেয়াদব/অসভ্য বলার সম্ভবনা'তো ছিলোই, আরো বড় ঝুকি ছিলো ছেলেটার বাড়িতে নালিশ যাবার..
'
ঝুঁকি নিয়ে বীর পুরুষরা বহু রাস্তার বালি, সুর্য্যের প্রখর রোদ, বৃষ্টির পানী এবং সাথে মুরুব্বীদের পেদানী গ্রহন করে চেষ্টা চালিয়ে যেতে হতো...
'
রাজকন্যাতো প্রথম প্রস্তাবে
''না ভাইয়া,
ছিঃ এসব কি বলছেন,
আপনাকে ভালো জানতাম,
এসব ঠিকনা'' টাইপের কথা বলতোই ।
'
হাল ছাড়তোনা বেহায়া প্রেমিক । ২/৩ বছর লাগাতার চেষ্টা করে রাজকন্যার মনে একটু জায়গা করা যেতো । মনের মাধুরী মেশানো চিঠিগুলো চালাচালি শুরু হতো । কি অমৃত ছিলো সে চিঠি ! ভুল বানানগুলোও হীরার খন্ড ছিলো । চিঠির শেষেঃ
ইতি তোমারঃ-
'জান'
(X+Y)..
'
কত কশরত করে সে চিঠি সঠিক হাতে পৌঁছাতে হতো ! একজন 'চিঠি বন্ধু' তৈরী হতো এবং সে হতো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপুর্ন ব্যক্তি..
'
চিঠি ধরা পড়তো !
বাবা-মায়ের সেকি নির্মম প্রহার ! 'সাইকেলের চেইন, লাকড়ি টুকড়া' এ সমস্ত অস্র দিয়ে ঘরের আদরের পুতুল মেয়েকে বাবা/ভাই পেটাতো...তবু সে প্রেম কমতোনা বরং বাড়তো । অনেক দিন আর যোগাযোগ হতোনা । দুটি মনে প্রেমের তিব্রতা বহুগুন বেড়ে যেতো । ''তোমাকে ছাড়া বাঁচবোনা'' এসব কথার কথা ছিলোনা তাঁরা বিশ্বাষ থেকেই বলতো..
'
হুট করে মেয়েটার বিয়ে হয়ে গেলে ছেলেটার সেকি 'মরা কান্না' । বুক ফেটে চিত্‍কার বেরুতো । খাওয়া/ঘুম সব ধবংশ হয়ে যেতো । ছেলেটা মেয়েটার প্রতি প্রচন্ড অভিমানে গান গাইতো গলা ছেড়ে; সারা জীবন তাঁর বুকটা শুধু জ্বলতো !
'
আর অসহায় সে মেয়ে একটা অপরাধবোধ নিয়ে জীবন কাটাতো এবং নিরবে ছেলেটাকে নিয়ে ভেবে দু-চার ফোটা অশ্রু ঝরাতো..
'
কি নিখাঁদ সে প্রেম !
কি তার মিষ্টতা !
'
ফর্মালীনের যুগে 'হৃদয়ে ঝড় তোলা' সে প্রেম আর নেই..প্রেমেও ফর্মালিন, অনেক'কেই ভালোবাসি বলা যাচ্ছে..!